জৈনাবাজার-কাওরাইদ সড়ক

দেবে যাওয়া কালভার্টে বন্ধ যান চলাচল

বণিক বার্তা প্রতিনিধি গাজীপুর

 গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার-কাওরাইদ সড়কের কালভার্টটি আরো দেবে গেছে এতে গত মঙ্গলবার থেকে সড়কটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণে আশপাশের প্রায় ৭০টি গ্রামের বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে

শ্রীপুর উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে, জৈনাবাজার-কাওরাইদ সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার সড়ক কাওরাইদকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত করেছে ১৯৮৫ সালের দিকে সড়কে কাওরাইদ খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয় কাওরাইদ বাজারের প্রবেশমুখে খালের ওপর নির্মিত কালভার্টটি চলতি বছরের শুরুর দিকে পণ্যবোঝাই যানের চাপে বেশ খানিকটা নিচের দিকে দেবে যায় এরপর থেকেই ঝুঁকি নিয়েই কালভার্টের ওপর দিয়েই যানবাহন চলাচল করে আসছিল

ব্যাপারে গত ১৬ মার্চ বণিক বার্তায় দেবে যাওয়া কালভার্টের ওপর দিয়েই চলছে যানবাহন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ওই সময় শ্রীপুরের উপসহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন তবে পরে কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেয়া হয়নি

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় কালভার্টটি আরো দেবে যায় এতে জৈনাবাজার-কাওরাইদ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে

কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান জানান, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে খালের মধ্যে পানি থাকায় অনেকটা সড়ক ঘুরে তাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে

ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রীপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় জরুরি ভিত্তিতে ওই স্থানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে পরবর্তী সময়ে টেন্ডার আহ্বান করে নতুন একটি সেতু নির্মাণও হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন