পার্থে অস্ট্রেলিয়ার রাজত্ব

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের পর রাজত্ব করছেন অস্ট্রেলিয়ান বোলাররা। গতকাল পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ উইকেটে ১০৯ রান। শুধু ফলোঅনের গ্লানিমুক্ত হওয়ার জন্যই আরো ১০৭ রান করতে হবে কিউইদের। তাদের হাতে উইকেট। তবে এই ধ্বংসযজ্ঞের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন কিউই মিডল অর্ডারের অভিজ্ঞ সেনানী রস টেলর। অপরাজিত আছেন ৬৬ রানে।

তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ২৪৮/ নিয়ে ব্যাট করতে নেমে গতকাল নিজের ইনিংসকে বেশি দূর টানতে পারেননি আগের দিনের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেন। ১১০ রান নিয়ে খেলতে নেমে ১৪৩ রানে সাজঘরমুখো হন হ্যাটট্রিক সেঞ্চুরিয়ান লাবুশেন। তাতে অবশ্য রান-উৎসব থামেনি। ট্রাভিস হেড (৫৬), টিম পেইন () ছাড়াও টেলএন্ডে দৃঢ়তা দেখান প্যাট কামিন্স (২০) মিচেল স্টার্ক (৩০) মূলত লেজের ওপর দাঁড়িয়ে চারশোর্ধ্ব রানের সৌধ গড়ে অস্ট্রেলিয়া। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল টিম সাউদি নিল ওয়াগনার। দুজনই নেন ৪টি করে উইকেট।

দিবা-রাত্রির এই টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। নতুন বলে আক্রমণে এসেই নিজের প্রথম ওভারে কিউই ওপেনার টম লাথামকে শিকারে পরিণত করেন জশ হ্যাজেলউড। রানের খাতা খুলতে পারেননি এই কিউই ওপেনার। পরের ওভারেই জিত রাভালের () উইকেট তুলে নেন স্টাক। সফরকারীদের স্কোরবোর্ডে তখন উইকেটে মোটে রান। এখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক উইলিয়ামসন টেলর। তৃতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন দুজনে। উইলিয়ামসন (৩৪) উইকেট নিয়ে জুটি ভাঙেন স্টার্ক। এরপর প্রান্ত আগলে রেখেও ধস থামাতে পারেননি টেলর। দ্রুত সঙ্গীহারা হতে থাকেন তিনি। চটজলদি ফিরে যান হেনরি নিকোলাস () ওয়াগনার () দুজনকেই শিকারে পরিণত করেন স্টার্ক। ১১ ওভারে ৩১ রান খরচায় উইকেট তুলে নেন স্টার্ক।

আজ তৃতীয় দিনে স্টার্কের গোলা থেকে টেলর দলকে কতটা টানতে পারেন, সেটাই এখন দেখার ব্যাপার। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন