দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম ও চট্টগ্রাম

 কুড়িগ্রাম চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন গতকাল এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের চৌরাস্তা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন গতকাল দুপুরে দুর্ঘটনা ঘটে

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাক চৌরাস্তা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী একটি ব্যাটারিচালিত অটোকে দুমড়েমুচড়ে দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন আহত হন আরো ১৬ জন

নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার হালিম (৩০) সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের টগরাইহাট এলাকার জোবায়ের (২৫)

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন আহত হন আরো ১৬ জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

চট্টগ্রাম: জেলার পটিয়ায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নির্মাণশ্রমিক নিহত হয়েছেন গতকাল সকাল ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত শ্রমিকের নাম মোহাম্মদ শাকিল (২৫) তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা

পুলিশ ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকালে ভবন নির্মাণের বিভিন্ন সরঞ্জাম নিয়ে একটি ট্রাক পটিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া বলেন, পটিয়া হাইওয়ে পুলিশ রেকার দিয়ে পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে পরে ফায়ার সার্ভিস লোহার পাইপের নিচ থেকে শ্রমিক মোহাম্মদ শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করে

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুজিবুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে লোহার পাইপভর্তি ট্রাকটি পুকুরে পড়ে যায় গাড়িটিতে পাঁচ থেকে ছয়জন ছিলেন গাড়িটি পুকুরে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন