যুক্তরাষ্ট্রে গ্যাসের ভূগর্ভস্থ মজুদ কমেছে ২ হাজার ৮০০ কোটি ঘনফুট

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের ভূগর্ভস্থ মজুদ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে চলতি মাসের ২২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত দেশটির ভূগর্ভস্থ মজুদ হাজার ৮০০ কোটি ঘনফুট কমেছে, যা দেশটির পাঁচ বছরের গড় মজুদ হ্রাসের অর্ধেকের কম মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সময় পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের ভূগর্ভস্থ মজুদ কমে লাখ ৬১ হাজার ঘনফুটে দাঁড়িয়েছে

এর আগে এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের পক্ষ থেকে করা জরিপে বলা হয়েছিল, সময় পর্যন্ত ভূগর্ভস্থ মজুদ থেকে হাজার ৫০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়েছে জরিপে অংশগ্রহণকারীরা অবশ্য হাজার ৪০০ থেকে হাজার ৩০০ কোটি ঘনফুট উত্তোলনের কথা জানিয়েছিল জরিপের ফলাফলের মধ্যেই নতুন করে ইআইএ মজুদ প্রাকৃতিক গ্যাসের নতুন তথ্য জানাল

ইআইএর প্রতিবেদন অনুযায়ী, ভূগর্ভস্থ মজুদ থেকে এখন পর্যন্ত ২২ নভেম্বর সমাপ্ত সপ্তাহে উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় বেশ কম আর চলতি বছরের উত্তোলন মিলিয়ে গত পাঁচ বছরে গড় উত্তোলন দাঁড়িয়েছে হাজার ৭০০ কোটি ঘনফুটের সমান

প্রতিবেদন অনুযায়ী, গত বছরে দেশটিতে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের মজুদ ছিল লাখ হাজার ২০০ কোটি ঘনফুটের সমান সেই হিসাবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মজুদ গত বছরের চেয়ে ৫৪ হাজার ৮০০ কোটি ঘনফুট বা ১৮ শতাংশ বেশি রয়েছে

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় দক্ষিণাঞ্চলীয় এলাকার কেন্দ্রীয় মজুদাগার এলাকা বেশ উষ্ণ ছিল আর সময় দেশটির মোট তাপমাত্রা শতাংশ বৃদ্ধি পায় এর ফলে সে সময় দক্ষিণাঞ্চলীয় এলাকার কেন্দ্রীয় মজুদাগারে ২০০ কোটি ঘনফুট এবং প্যাসিফিক অঞ্চলে ১০০ কোটি ঘনফুট নিট মজুদাগারে যোগ হয়

যুক্তরাষ্ট্রে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ডিগ্রি কম থাকে সময় গ্যাসের চাহিদা বৃদ্ধি পায় আর তাপমাত্রা বাড়তে থাকলে গ্যাসের চাহিদাও কমে আসে সে কারণে সপ্তাহে তাপমাত্রা বেশি থাকায় গ্যাসের চাহিদা কমে যায় বিশেষ করে আবাসিক বাণিজ্যিক কাজে ব্যবহূত গ্যাসের চাহিদা হাজার ৯০০ কোটি ঘনফুট কমে যায় এর ফলে ভূগর্ভস্থ মজুদ থেকেও গ্যাসের উত্তোলন কমে যায় একই কারণে সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রাকৃতিক গ্যাসের দৈনিক চাহিদা ২১০ কোটি ঘনফুট কমে যায়

এছাড়া

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন