টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪

নিজেকে ফিট ঘোষণা অস্ট্রেলিয়ার দলনায়কের

ক্রীড়া ডেস্ক

ছবি: আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট ফেভারিট অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বিশ্বকাপ শুরুর আগে নিজেকে ফিট ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, টুর্নামেন্টের শুরু থেকেই খেলতে পারবেন।

 

এপ্রিলের শুরুর দিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মার্শ। এরপর থেকে আর কোনো পর্যায়ের ক্রিকেটই খেলেননি। তবে বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই ফিট হয়ে উঠেছেন মার্শ এবং ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে খেলতে পুরোপুরি তৈরি তিনি।

 

ত্রিনিদাদে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন মার্শ। সামগ্রিক বিষয় নিয়ে আজ ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি বলেন, ‘উন্নতিটা ধীরে হলেও অবশেষে আমি লক্ষ্যের কাছাকাছি এবং টুর্নামেন্টের শুরু থেকেই খেলার আশা করছি।’ তিনি আরো বলেন, ‘আইপিএল থেকে ছিটকে পড়ার পর আমি সেরে ওঠার যথেষ্ট সময় পেয়েছি। আমি বাড়িতে থেকে এ সময়টায় ফিট হয়ে উঠতে পেরেছি।’

   

এখনো পুরো মাত্রায় বোলিং শুরু করতে না পারলেও এটা নিয়ে মোটেও চিন্তিত নন মার্শ, কারণ দলে অনেকটা অপশন রয়েছে। রডনি মার্শপুত্র এ নিয়ে বলেন, ‘আমরা ভাগ্যবান যে বোলিংয়ে আমাদের বেশ কিছু অপশন আছে, স্টয়নিস (মার্কাস স্টয়নিস) ও গ্রিনির (ক্যামেরন গ্রিন) মতো দারুণ কিছু মেধাবী বোলার আছে। আমাদের আরো অপশন আছে। কাজেই আমাদের পরিকল্পনা পরিষ্কার। প্রয়োজন হলেই বল করব, এখানে দলই আগে।’

 

মঙ্গলবার ত্রিনিদাদে ওয়ার্মআপ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, ওই ম্যাচে খেলতে পারেন মার্শ। অজিদের বেশ কিছু খেলোয়াড় রোববার ফাইনাল খেলায় এখনো ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেননি। সানরাইজার্সে খেলেছেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড, কলকাতায় ছিলেন মিচেল স্টার্ক। এছাড়া রিজার্ভ হিসেবে থাকা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাক শর্টও পৌঁছেননি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ফলে তাদের ছাড়াই মঙ্গলবারের ওয়ার্মআপ ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে।

 

আইপিএল ফেরত খেলোয়াড়দের নিয়ে মার্শ বলেন, ‘যেসব সতীর্থ আইপিএল খেলেছেন আমরা চাই তারা আরো কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে সতেজ হয়েই বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিন, কেননা এখানে লম্বা একটা টুর্নামেন্ট। আমরা নামিবিয়া ম্যাচে পর্যাপ্ত খেলোয়াড় নামাতে পারছি না, তবে এটা তো প্রস্তুতি ম্যাচ।’

 

‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন