মেটপ্যাড প্রো

আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে ফাইভজি সংস্করণ

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ট্যাবলেট ডিভাইস মেটপ্যাড প্রো উন্মোচন করেছে। অ্যাপল আইপ্যাড প্রো ট্যাবলেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসা ডিভাইসটির ফাইভজি সংস্করণ আগামী বছরের প্রথম প্রান্তিকে সরবরাহ শুরুর কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

হুয়াওয়ের প্রথম ট্যাবলেট ডিভাইস মেটপ্যাড প্রো, যা ওয়্যারলেস এবং রিভার্জ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। ডিভাইসটির বর্তমান সংস্করণে শুধু এলটিই সমর্থন রয়েছে। মেটপ্যাড প্রোর ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৩ হাজার ২৯৯ ইউয়ান। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৩ হাজার ৯৯৯ ইউয়ান। এছাড়া ডিভাইসটির ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার এলটিই এবং ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধার এলটিই সংস্করণের দাম ধরা হয়েছে যথাক্রমে ৩ হাজার ৭৯৯ ইউয়ান ও ৪ হাজার ৪৯৯ ইউয়ান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন