বেহাল তিন কিলোমিটার সড়ক

দুর্ভোগে রানীনগরের ১০ গ্রামের ২৫ হাজার মানুষ

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 নওগাঁর রানীনগরের আকনা-বড়গাছা গ্রামীণ সড়কটির দৈর্ঘ্য মাত্র তিন কিলোমিটার অথচ দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষকে বড় বড় খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

সরেজমিন দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আকনা থেকে বড়গাছা পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে খানাখন্দে পূর্ণ প্রায় তিন কিলোমিটারের পুরোটাই পরিণত হয়েছে মরণফাঁদে

স্থানীয়রা জানান, পথে আকনা, বাঁশবাড়িয়া, বড়গাছা, দেউলিয়া, মানিকহারসহ ১০ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষকে চলাচল করতে হয় সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিন চলাচল করে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কটি দিয়ে শুকনো মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগে বেড়ে যায় কয়েক গুণ বিশেষ করে রাতে সড়কের গর্তে প্রায়ই উল্টে যায় যানবাহন হেঁটে চলাচলও হয়ে ওঠে বিপজ্জনক

আকনা গ্রামের ইসা বলেন, দীর্ঘ সময় ধরে বেহাল দশা হলেও সড়কটির কোনো সংস্কার করা হচ্ছে না অন্তত তিন বছর ধরে সড়কটির বেহাল দশা কিন্তু কর্তৃপক্ষ এটি সংস্কারে কোনো উদ্যোগই নিচ্ছে না

দেউলা মানিকহার গ্রামের আবু জাফর জানান, যেভাবে সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে, তাতে জরুরিভাবে এর সংস্কার করা প্রয়োজন না হলে অচিরেই রাস্তার বাকি অংশও নষ্ট হয়ে যাবে

স্থানীয় বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল ইসলাম শফু বলেন, সড়কটির বিষয়ে বিভিন্ন সভায় অনেকবার আলোচনা হয়েছে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রকৌশলীর অফিসে জমা দিয়েছি আশা করছি কিছুদিনের মধ্যেই সড়কটি সংস্কার করা হবে

বিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা বলেন, আকনা-বড়গাছা সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শেষের দিকে এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই দরপত্র আহ্বান করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন