বাঁধের বিপজ্জনক পরিস্থিতিতে সময়োচিত পদক্ষেপ নিতে ব্যর্থ ভ্যালে

বণিক বার্তা ডেস্ক

 ব্রাজিলের বিপজ্জনক ভ্যালে বাঁধটির সমস্যা সম্পর্কে অবহিত হয়েও সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ ব্যর্থতার কারণে ভ্যালে বাঁধটি ধসে পড়ে এবং শতাধিক মানুষের প্রাণহানি হয় মঙ্গলবার সরকারি এক প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনে তা উঠে এসেছে খবর এএফপি

গত ২৫ জানুয়ারি খনিজসমৃদ্ধ মিনাস গেরাইস প্রদেশের ওই বাঁধটি ধসে পড়ায় দেশব্যাপী লাখো লাখো টন বিষাক্ত খনিজ পদার্থ ছড়িয়ে পড়েছে এতে ২৭০ জনের মতো মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে এবং ভ্যালের বেশকিছু কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে

ভ্যালের অভ্যন্তরীণ নথিপত্র ঘেঁটে ন্যাশনাল মিনারেল এজেন্সির (এএনএম) তদন্তকারীরা দেখেছেন, কোম্পানিটি তাদের ত্রুটিপূর্ণ পয়োনিষ্কাশন ব্যবস্থা নিয়ে অবহিত ছিল দুর্ঘটনার সাত মাস আগে পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন করা হয়েছিল ওই ব্যবস্থাটি বাঁধের পানির মাত্রা নিয়ন্ত্রণের জন্য করা হয়েছিল এএনএম বলছে, তা ওই পরিস্থিতিতে খুবই নাজুক ছিল

১০ জানুয়ারি দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে বাঁধটির পানির চাপ মাপার দুটি ডিভাইসে পানির চাপ জরুরি মাত্রা অতিক্রম করেছিল কিন্তু ভ্যালে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণে বিলম্ব করে বলে প্রতিবেদনে উঠে এসেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন