মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বিদ্যালয়ের সামনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। গতকাল মনিপুর স্কুলের রূপনগর শাখার উল্টো দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি বছর নিয়ে দ্বিতীয়বারের মতো মিরপুর এলাকায় বিদ্যালয়ের সামনে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটল।

এলাকাবাসীর বরাত দিয়ে রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন জানান, রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে নিয়মিতই গ্যাস বেলুন বিক্রি করতে আসেন এক ব্যক্তি। বরাবরের মতো এদিনও বেলুন বিক্রেতার গাড়িটিকে ঘিরে দাঁড়িয়েছিল শিশুরা। সময় বিকট শব্দে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সেখানে দাঁড়িয়ে থাকা পাঁচ শিশু ১৫ ফুট দূরে ছিটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো শাহিন (১০), নূপুর (), ফারজানা (), জান্নাত বেগম (১৪) রমজান () এছাড়া বেলুনওয়ালার আশপাশে থাকা অন্তত আরো ১৪ জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণের পর সেখান থেকে মোট ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক, বাকিরা শিশু। আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্ফোরণের আগে মনিপুর স্কুলের রূপনগর শাখার সামনে আচার বিক্রি করছিলেন মোক্তার হোসেন। তিনি জানান, একটি ভ্যানগাড়িতে করে ওই ব্যক্তি মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করতেন। এদিন বিকালে মনিপুর স্কুলের রূপনগর শাখার সামনে বেলুন বিক্রি করতে আসেন তিনি। গ্যাস বেলুন দেখামাত্রই তাকে ঘিরে ধরে শিশুরা।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, শিশুরা যখন ওই বেলুন বিক্রেতাকে ঘিরে ছিল, তখন সিলিন্ডারে পাউডার-জাতীয় কিছু একটা ভরছিলেন ওই বেলুন বিক্রেতা। এর পর পরই বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে চার শিশুর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পেটে আঘাত পাওয়া আরেক শিশু দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে লুটিয়ে পড়ে। পরে সেখানেই তারও মৃত্যু হয়।

বিস্ফোরণের পর পরই মিরপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধন বণিক বার্তাকে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন