আইসিসি অবস্থান নিলে বেশি কিছু করার থাকবে না, সাকিবের ব্যাপারে প্রধানমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

দুইবছর আগে জুয়াড়িদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আইসিসিকে না জানানোয় নিষেধাজ্ঞার ‍মুখে পড়তে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আইসিসিকে এ ব্যাপারে না জানিয়ে ভুল করেছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইসিসি অবস্থান নিলে (সরকারের) বেশি কিছু করার থাকবে না।’

সংবাদ সম্মেলনের শুরুতেই দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের পত্রিকার নিউজেই এসেছে বিসিবি সবসময় সাকিবের পাশে আছে, তাকে সহযোগিতা দেবে। খেলোয়ারদের সঙ্গে জুয়াড়িরা সবসময় যোগাযোগ করার চেষ্টা করে, ওর (সাকিবের) যেটা উচিৎ ছিল, সেটা ও গুরুত্ব দেয়নি। তার সঙ্গে সঙ্গে আইসিসিকে এটা জানানো উচিৎ ছিল, সে একটা ভুল করেছে।’

তিনি বলেন, আইসিসি যদি কিছু করে (নিষেধাজ্ঞা) তাহলে আমাদের কিছু করার থাকে না। তারপরও সে আমাদের দেশেরই ছেলে। সারাদেশে ক্রিকেট খেলোয়ার হিসেবে তার আলাদা একটা অবস্থান আছে। একটা ভুল সে করেছে এটা ঠিক এবং সেটা সে বুঝতেও পেরেছে। তারপরও আমরা... বিশেষ করে বিসিবি বলেছে, তারা তার পাশে থাকবে। এটা নিয়ে যে খুব বেশি করণীয় আছে, তাও কিন্তু না।’

সম্প্রতি দেশের ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যদি দাবি দাওয়া থাকতো তাহলে পূর্বেই জানাতে পারতো। বিসিবিকে জানাতে পারতো। কিন্তু সেটা করেনি। কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই ধর্মঘটের ডাক দিয়েছে। আমি এর আগে কখনো শুনিনি ক্রিকেট খেলোয়াড়েরা ধর্মঘট করে। আর ধর্মঘট করতে হলে তো পূর্বে দাবিদাওয়া উত্থাপন করে, একটা সময় দেয়, নোটিশ দেয়, তারপর করে। যাই হোক পরবর্তীতে আলোচনা হয়েছে, তারা গেছে এবং মিটমাট করা হয়েছে সে সমস্যা। এ সমস্যা আর নেই। আমরা বা বিসিবি খেলোয়ারদের যেভাবে সমর্থন দেই, পৃথিবীর খুব কম দেশ তা করে।’

প্রসঙ্গত, দেশের অনেক গণমাধ্যমেই গতকাল সন্ধ্যা থেকেই খবর প্রকাশ করা হয়েছে যে, জুয়াড়িদের প্রস্তাব ফিরিয়ে দিলেও তিনি তা আকসুকে জানাননি। এটা কোড অব কনডাক্ট অনুযায়ী অপরাধ। এর দায়ে তিনি ১৮ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। 

খবরে আরো বলা হয়, সম্ভবত সাকিব এর বিরুদ্ধে আপিলও করতে পারেন। আর যেহেতু আকসুর তদন্তে সাকিব সহযোগিতা করেছেন, তাই তিনি ক্ষমা চেয়ে আপিল করলে আইসিসি তাকে সর্বনিম্ন ছয় মাসের সাজা শোনাতে পারে। এই ধারায় এটিই সর্বনিম্ন সাজা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন