বসুন্ধরা কিংসের হার, তেরেঙ্গানুর জয়

জামালদের সেমির ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

 হার না-মানা মানসিকতা, দ্রুতগতির পাল্টা আক্রমণ দলগত সমন্বয়ে ইয়াং এলিফ্যান্টস দারুণ দল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ১০ জনের দল নিয়ে মোহনবাগানকে হারানো লাওসের ক্লাবটি আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে গ্রুপের ম্যাচটি তার আগে একই গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে - গোলে হারে বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টস মোহনবাগানের বিপক্ষে ইয়াং এলিফ্যান্টসের জয় - গোলে

২০১৫ সালের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের বিকল্প ভাবছেন না ইয়াং এলিফ্যান্টসকে হারিয়ে আজই সেমিফাইনাল নিশ্চিত করে নিতে চায় বন্দর নগরীর ক্লাবটি

প্রতিযোগিতার সবগুলো ম্যাচই কঠিন হবে স্বল্প সময়ের মধ্যে ম্যাচ খেলার কারণে ধকল কাটিয়ে ওঠা সহজ নয় আশা করছি, আগের ম্যাচের ধকল কাটিয়ে উঠে সবাই নিজের সেরাটা দেবে, সেমিফাইনাল নিয়ে ভাববে’— ইয়াং এলিফ্যান্টস ম্যাচের আগে বলছিলেন জামাল ভূঁইয়া

প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, ইয়াং এলিফ্যান্টস দ্রুতগতিতে পাল্টা আক্রমণে যায় প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল মোহনবাগানকে হারিয়ে এসেছে দলটি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে বিভিন্ন দল থেকে ধারে বেশকিছু ফুটবলার নিয়ে প্রতিযোগিতায় খেলছে চট্টগ্রাম আবাহনী দলে সমন্বয় নিয়ে অধিনায়ক বলেন, আমাদের দলটা নতুন তাই সমন্বয়ের প্রশ্নটা আসতেই পারে প্রথম ম্যাচে আমরা দলীয় সমন্বয় প্রদর্শন করেছি কিন্তু জায়গায় আরো উন্নতি করতে হবে

ঘানা জাতীয় দলের হয়ে ৩৬ ম্যাচে সাত গোল করা ট্যাগো প্রতিযোগিতা শুরুর আগে এসেছেন ২০১০ সালে ঘানার বিশ্বকাপ স্কোয়াডের সদস্য এখনো ম্যাচ খেলার মতো ফিট নন বলে জানান মারুফুল, প্রতিযোগিতা শুরুর আগের দিন প্রিন্স ট্যাগো এসেছেন তার ম্যাচ ফিটনেস পেতে আরো সময় লাগবে ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে না পেলেও চট্টগ্রাম আবাহনী নির্ভার থাকতে পারে কারণ প্রথম ম্যাচে মন্টেনেগ্রোর লুকা চিনেদু ম্যাথিউ গোল পেয়েছেন মাঝমাঠে জামাল ভূঁইয়ার সঙ্গে দারুণ সার্ভিস দেন দিদিয়ের রক্ষণে ইকবাল জনের নৈপুণ্যও ছিল দারুণ

হার দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন