শর্তপূরণ করলে আয় চার গুণ

ফ্রান্সের নিস মার্সেই ঘুরে মারিও বালোতেল্লির ঠিকানা এখন ইতালির ব্রেসিয়া নিজ শহরের ক্লাবটিতে এরই মধ্যে অভিষেকও হয়ে গেছে তার কৌতূহল জাগতেই পারে, নিচু সারির ক্লাবে খেলে কত উপার্জন করবেন তিনি? স্পোর্টসমেইল গতকাল জানিয়েছে, ভালো পারফর্ম করতে পারলে এবং ক্লাবের বেঁধে দেয়া শর্তপূরণ করতে পারলে বছরে ৩৫ লাখ পাউন্ড আয় করতে পারবেন ইন্টার মিলান ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার

অলিম্পিক মার্সেই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে গত গ্রীষ্মে ব্রেসিয়ায় নাম লেখান ২৯ বছর বয়সী বালোতেল্লি ছোট ক্লাব হওয়ায় সংগত কারণেই বালোতেল্লিকে অপেক্ষাকৃত কম বেতনে ক্লাবে খেলতে হচ্ছে তবে এখন জানা গেল, কিছু শর্তপূরণ করতে পারলে তার জন্য মূল বেতনের চার গুণ আয় করা সম্ভব

ইতালির সংবাদমাধ্যম করিয়েরে ডেলা সেরা মতে, চুক্তি অনুসারে এক বছরে লাখ ৭৭ হাজার পাউন্ড (১০ লাখ ইউরো) বেতন পাবেন বালোতেল্লি কিন্তু গত মৌসুমে ইতালির শীর্ষ লিগে উঠে আসা ব্রেসিয়া যদি অবনমন এড়িয়ে সিরি- লিগে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারে এবং বালোতেল্লি মৌসুমে ১৫ গোল করতে পারেন, তবে তিনি ২৬ লাখ পাউন্ড (৩০ লাখ ইউরো) বোনাস পাবেন

চুক্তির শর্তে এও বলা আছে, আগামী তিন মৌসুমের মধ্যে কখনো যদি ব্রেসিয়া অবনমিত হয়ে যায়, তবে চুক্তিও বাতিল হয়ে যাবে বালোতেল্লির

গত মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞার কারণে ব্রেসিয়ার হয়ে সিরি- লিগে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি বালোতেল্লি এরপর ক্লাবটির হয়ে খেলেছেন দুই ম্যাচ, দুটিই ছিল শক্ত ম্যাচ প্রথমটি বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে, দ্বিতীয়টি আরেক শিরোপাপ্রত্যাশী ন্যাপোলির সঙ্গে দুটি ম্যাচে ব্রেসিয়া হারলেও দুর্দান্ত লড়াই করে এবং ন্যাপোলির সঙ্গে গোল পান বালোতেল্লি আন্তর্জাতিক বিরতি শেষে আগামী সপ্তাহে আবারো শুরু হবে সিরি- লিগ আগামী সোমবার ফিওরেন্টিনার বিপক্ষে খেলবে ব্রেসিয়া ব্রেসিয়ার হয়ে বালোতেল্লির শুরুটা খুবই কঠিন কাটছে, প্রথম তিন ম্যাচেই তিনি সামনে পেয়েছেন বড় দল

এখন পর্যন্ত ম্যাচে দুটি জয় তুলে নেয়া ব্রেসিয়া পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে রয়েছে টেবিলের ১৫, ১৭ ১৮তম দলের ঝুলিতেও সমান পয়েন্ট তার মানে, নিচের সারির দলগুলোর মধ্যে অবনমন এড়ানোর কঠিন লড়াই হবে দেখা যাক, ম্যানচেস্টার সিটির সাবেক কৃতী স্ট্রাইকার ব্রেসিয়াকে অবনমন লজ্জা থেকে রক্ষা করতে পারেন কিনা যদি তা পারেন, তবে আর্থিকভাবে তিনি নিজেও বেশ লাভবান হবেন বোনাসসহ মোট ৩৭ কোটি ২৭ লাখ টাকা আয় করতে পারলে বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন তিনি স্পোর্টসমেইল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন