মিয়ানমারে অপহূত ৩১, সন্দেহে রাখাইন বিদ্রোহীরা

বণিক বার্তা ডেস্ক

আদিবাসী রাখাইন বিদ্রোহীরা মিয়ানমারের প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়া দলের ছদ্মবেশে বাসে হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে অপহরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। অপহূতদের অধিকাংশই অফ-ডিউটিতে থাকা অগ্নিনির্বাপক কর্মী ও নির্মাণ শ্রমিক বলে গতকাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি।

রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, বাসটি রাখাইন রাজ্যের রাজধানী সিৎউইর দিকে যাওয়ার সময় সাধারণ পোশাক পরিহিত এক ব্যক্তি বাসটিকে থামার ইঙ্গিত দেয়। এরপর বন থেকে খেলার পোশাক পরিহিত ১৮ জন সন্দেহভাজন বিদ্রোহী বেরিয়ে বাসটিতে ওঠে ও বন্দুকের মুখে যাত্রীদের নেমে যেতে নির্দেশ দেয়।

সেনা মুখপাত্র কর্নেল উইন জাও বলেন, অপহরণকারীদের এখনো অনুসরণ করা হচ্ছে। তিনি আরো জনানা, বিদ্রোহীরা হয়তো অগ্নিনির্বাপক কর্মীদের সশস্ত্র বাহিনীর সদস্য বলে মনে করেছে।

এ ঘটনা সম্পর্কে রাখাইন বৌদ্ধদের আরো স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত আরাকান আর্মির পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন