সেঞ্চুরির দেখা নেই

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে সাকিব আল হাসানের ব্যাটিং বাদ দিলে কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের মধ্যে নেই বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই জাতীয় লিগের শুরু থেকেই রানে ফেরার চ্যালেঞ্জ থাকছে শীর্ষ ব্যাটসম্যানদের জন্য। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দুটি ম্যাচ মাঠেই গড়ায়নি। যদিও গতকাল দ্বিতীয় দিনে খেলা অনুষ্ঠিত হয়েছে সবগুলো ম্যাচই। দুটি ম্যাচে একটি করে দল শেষ করেছে প্রথম ইনিংস। কিন্তু আট দলের কোনো ব্যাটসম্যানই পাননি সেঞ্চুরির নাগাল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী মাঠে ঢাকা ও রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিনেও রাজত্ব করেছে বোলাররা। আগের দিনের ১৪৭/৭ নিয়ে খেলতে নেমে তাইবুর রহমানের আগ্রাসী ব্যাটিংয়ে ভর দিয়ে প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ২৪০ রান। ৮৮ রানে অপরাজিত থাকেন তাইবুর। সঙ্গীর অভাবে তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি তিনি। জবাবে দিনের শেষে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস। অধিনায়ক জহুরুল ইসলাম ৫৭ রানে অপরাজিত থেকে ধরে রেখেছেন সেঞ্চুরির সম্ভাবনা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচেও সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। স্বাগতিক খুলনার বিপক্ষে দিনের শেষে রংপুরের স্কোরবোর্ডে জমা পড়েছে ৫ উইকেটে ১৬৯ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে রংপুর। মাত্র ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এখান থেকে হাল ধরেন তানবীর হায়দার। অপরাজিত আছেন ৪০ রানে। তার সঙ্গী সোহরাওয়ার্দি শুভ খেলছেন ৩১ রানে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ২৯০ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো। আগের দিনের ১৪৭/৩ নিয়ে খেলতে নেমে এক তাসামুল হক ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি ব্যাটিংয়ে। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ৯০ রান করে আউট হন তাসামুল। চট্টগ্রামকে তিনশর নিচে অলআউট করার কৃতিত্ব বাঁহাতি স্পিনার আরাফাত সানির। ৮৭ রান খরচায় ৬ উইকেট পান আরাফাত।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিলেট বিভাগ। দিনের শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৮ রান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন