আইফোন ৬এস বিনামূল্যে মেরামত করে দেবে অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

আইফোন ৬এস ও ৬এস প্লাস মডেলের কিছু ডিভাইস হঠাৎ করে বন্ধ হয়ে আর চালু হচ্ছে না।  বিষয়টি সারিয়ে দিতে বিনামূল্যে মেরামত কর্মসূচি চালু করেছে অ্যাপল। তবে ঠিক কোন যন্ত্রাংশের কারণে এ ধরনের সমস্যা হচ্ছে, শভ পরিষ্কার করেনি প্রযুক্তি কোম্পানিটি। খবর এঙ্গেজেট।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রস্তুতকৃত ডিভাইসগুলোতেই শুধু এ সমস্যা হচ্ছে। গত বছর আইফোন এক্সএস ও এক্সআর উন্মোচনের পর যুক্তরাষ্ট্রে আইফোন ৬ ও ৬এস মডেল দুটি বিক্রি বন্ধ করেছে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তার পরও কোম্পানিটি ভারতের মতো কিছু বাজারে আইফোন ৬এস ডিভাইসটি বিক্রি অব্যাহত রেখেছে।

ব্যবহূত আইফোন ৬এস ডিভাইসটি যদি খুব বেশি পুরনো না হয় এবং হঠাৎ করে আর চালু না হয়, তাহলে ফোনের সিরিয়াল নম্বরটি অ্যাপলের মেরামত কর্মসূচির পেজে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন