মাঠের বাইরে মেসি

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০১৯-২০ মৌসুমের প্রথম ম্যাচে পাচ্ছে না অধিনায়ক লিওনেল মেসিকে। ডান কাফে চোট পেয়ে তিনি অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে ১৬ আগস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার প্রথম ম্যাচে খেলা হবে না মেসির।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি মৌসুম শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনে দুর্ঘটনা ঘটে যায়, যা আমাকে কিছুদিনের জন্য মাঠের বাইরে রাখবে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামীকাল ন্যাপোলির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এ ম্যাচে খেলা হবে না মেসির। এ নিয়ে দুঃখ প্রকাশ করলেন মেসি। তিনি বলেন, ‘আমি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছিলাম, কেননা সেখানে আমাদের অনেক সমর্থক আছে। এবার আমার পক্ষে সম্ভব হলো না, কিন্তু ভবিষ্যতে শিগগিরই আমাদের দেখা হবে। তোমাদের প্রতি ভালোবাসা।’

বার্সো এক বিবৃতিতে জানায়, ‘পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা নিশ্চিত হন, গ্রেড-১ পর্যায়ের চোট পেয়েছেন মেসি। তিনি এখন বার্সেলোনায় অবস্থান করবেন এবং দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাবেন না। মেসি কখন থেকে খেলবেন, তার উন্নতি দেখেই সেই সিদ্ধান্ত নেয়া হবে।’

রোববার ন্যু ক্যাম্পে ৯৯ হাজার দর্শকের সামনে বার্সেলোনার নতুন মৌসুমের স্কোয়াডকে পরিচয় করিয়ে দেয়া হয়। দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মূলত অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে কেনা স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজম্যান ও ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। এর পর হোয়ান গ্যাম্পার ট্রফি ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন