দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় সব মিলিয়ে ২১ হাজার ২৩৫ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮২-তে।

সরকারি হিসাবে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরো অনেক বেশি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এসেছে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত তথ্যের উৎস হলো ঢাকার ১৩টি সরকারি-স্বায়ত্তশাসিত এবং ৩৬টি বেসরকারি হাসপাতাল। এ ৪৯টির বাইরেও ঢাকায় আরো অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের তথ্য নেয়া হচ্ছে মূলত সরকারি হাসপাতালগুলো থেকে। যদিও রাজধানীর বাইরেও বেসরকারি হাসপাতাল রয়েছে অনেক। সেসব হাসপাতালেও ডেঙ্গুর চিকিৎসা চলছে। এসব তথ্য যুক্ত করলে সরকারি তালিকায় ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চারজন। আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭০ জন্য ভর্তি রয়েছেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ঢাকার ৩৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬১৩।

রাজধানী ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় একদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯০ জন। এছাড়া এ সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১১৯ জন, খুলনায় ৯১, রংপুরে ৩৮, রাজশাহীতে ৮৭, বরিশালে ৭৭, সিলেটে ১১ ও ময়মনসিংহ বিভাগে ৭৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ঢাকার বাইরের জেলাগুলোয় হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৯।

বিপুল পরিমাণ রোগীর চাপ সামাল দিতে গিয়ে ব্যাপক হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। সরেজমিনে গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ঘুরে দেখা গেছে, এখানকার মেডিসিন বিভাগের নারী, পুরুষ, শিশু— কোনো ওয়ার্ডে জায়গা খালি নেই। ওয়ার্ডের বিছানা ছাড়িয়ে ডেঙ্গু রোগীদের জায়গা হয়েছে মেঝেতে। এমনকি করিডোর, বারান্দা, লিফটের সামনের জায়গাতেও স্থান দিতে হয়েছে রোগীদের।

ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি। রাজধানীর মিরপুর থেকে ডেঙ্গু আক্রান্ত আট বছরের সজিবকে নিয়ে এসে ভর্তি করিয়েছেন মা নাজমা আক্তার। তিনি বলেন, ওয়ার্ডে আসন ফাঁকা নেই। করিডোরে জায়গা পেয়েছি। তিনদিন ধরে এখানেই দিন-রাত কাটছে। বাচ্চাটার স্যালাইন চলছে। গরমে ভীষণ কষ্ট পাচ্ছে। জ্বর কমছে না।

প্রসঙ্গত, জুলাইয়ের শুরু থেকে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে। এর আগে বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে সব মিলিয়ে ২ হাজার ৩৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর শুধু জুলাইয়েই দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬১৪ জন। চলতি মাসের প্রথম দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৫১৩ জনে। সেখান থেকে বেড়ে গতকাল ২১ হাজার ছাড়ায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন