সুজানা ফিরেছেন অভিনয়ে

ফিচার প্রতিবেদক

সর্বশেষ ২০১৭ সালের জুনে অভিনেত্রী সুজানা জাফর ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় ‘সরি’ নাটকে অভিনয় করেছিলেন। এ নাটকের মাধ্যমে প্রথমবারের মতো সুজানা অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিম, জিয়াউল ফারুক অপূর্ব ও সুমাইয়া শিমুর সঙ্গে। নাটকটি প্রযোজনা করেছিলেন আলফা আই প্রডাকশন্সের কর্ণধার শাহরিয়ার শাকিল। যথারীতি একই প্রযোজকের ঈদের নাটকেই সুজানা প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরলেন।

‘থাকো মেঘ হয়ে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন সুজানা। মাহমুদুর রহমান হিমির গল্পে ও পরিচালনায় গতকাল থেকে সুজানা ‘থাকো মেঘ হয়ে’ নাটকের শুটিং শুরু করেছেন। নাটকটিতে সুজানাকে দেখা যাবে লাবণ্য নামের একটি চরিত্রে। এতে তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে সুজানা জাফর বলেন, ‘আমি সর্বশেষ আলফা আইয়ের প্রযোজনাতেই নাটকে অভিনয় করেছিলাম। প্রযোজনা সংস্থাটি খুব ভালো গল্প নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে। থাকো মেঘ হয়ে নাটকটিরও গল্প আমার কাছে ভালো লেগেছে। মাহমুদুর রহমান হিমির সঙ্গে এটা আমার প্রথম কাজ। তার কাজ বেশ গোছানো। ইউনিটও বেশ চমত্কার। আর সহশিল্পী হিসেবে ইরফান সাজ্জাদও বেশ চমত্কার। যে কারণে কাজটি করেও বেশ ভালো লেগেছে।’ নাটক থেকে এতদিন দূরে থাকা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে কী আমার বুটিক হাউজ সুজানা’স ক্লোজেট নিয়ে এত বেশি পরিমাণে দেশ-বিদেশে ব্যস্ত থাকতে হয় যে, অভিনয়ের জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া দুটো কাজ একসঙ্গে করতে গেলে কোনোটাই ভালোভাবে হয় না। তাই গেল দুটি বছর ব্যবসাতেই মনোযোগ দিয়েছি।’ ব্যবসা নিয়ে এতদিন ব্যস্ত থাকলেও অভিনয়ের প্রতি নিজের ভালো লাগার এতটুকু কমেনি সুজানার। ‘অভিনয় আমার কাছে শখ, অভিনয় আমার কাছে ভালোবাসা। দর্শকের ভালোবাসার কারণেই মাঝেমধ্যে সুন্দরসব গল্পে অভিনয় করি। হিমির নাটকের গল্পটাও অন্যরকম।’ মাহমুদুর রহমান হিমি জানান, আগামী ঈদে ‘থাকো মেঘ হয়ে’ নাটকটি আরটিভিতে প্রচার হবে। এদিকে রাজধানীর বনানীতে অবস্থিত সুজানা’স ক্লোজেট এরই মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে। এ তথ্য জানিয়ে সুজানা বলেছেন, ‘আমার নিজের ডিজাইন করা কাপড়গুলো ক্রেতাদের মধ্যে বেশ চাহিদা তৈরি করেছে। আর তাতেই তৃপ্ত আমি।’ সুজানা আরো জানিয়েছেন, আসছে ঈদের জন্য আবু হায়াত মাহমুদের একটি নাটকেও অভিনয়ের কথা রয়েছে তার। মাঝে বালামের ‘হঠাৎ’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন সুজানা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন