রাঙ্গামাটি জেলা পরিষদের ৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। গতকাল বিকালে পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে সংস্থাপন ও উন্নয়ন খাতসহ মোট ১৪টি খাতে ৭৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা গত ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দের তুলনায় ৩ কোটি টাকা বেশি। গত অর্থবছরে ৭০ কোটি টাকা বাজেট ধরা হলেও আরো ৪ কোটি ২০ হাজার টাকা বেশি খরচ হয়েছে। সে হিসাবে ২০১৮-১৯ অর্থবছরে পরিষদের মোট ব্যয় হয়েছে ৭৪ কোটি ২০ হাজার টাকা।

বাজেট ঘোষণার সময় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক হোসেন, সদস্য মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, ত্রিদীব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন