ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে আজ কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশের সুখস্মৃতি নিয়ে ভারতের মাটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে ভারত যে অনেক কঠিন প্রতিপক্ষ সেটি প্রমাণিত হয়েছে। 

প্রথম টেস্টে ভারত ম্যাচের লাগাম নেয়ার আগে মাত্র দুই সেশন লড়াই করতে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতের কাছে রেকর্ড ২৮০ রানের ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা।

এ হারে ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনো অধরাই আছে। কারণ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ১২টিতে হার ও দু’টি ড্র করেছে বাংলাদেশ। এই চক্রে (তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) ভারতের বিপক্ষে আর কোনো টেস্ট না থাকায় টিম ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের বৃত্ত ভাঙার শেষ সুযোগ পাচ্ছে টাইগাররা।

কানপুরের উইকেট অনুকূলে থাকায় বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মিশনে ফেভারিট ভারতই। তাই সিরিজ হার এড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

কানপুরের উইকেট কালো মাটি দিয়ে তৈরি। এটি অনেকটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো। মিরপুরের মতো কানপুরের উইকেট ধীরগতির ও নিচু প্রকৃতির। যা ভারতের চেয়ে বাংলাদেশী স্পিনারদের বেশি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

প্রথম টেস্টে বাংলাদেশকে ধসিয়ে দেয়ার মূল কারিকর ভারতের দুই প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। টার্নিং এবং স্পোর্টিং উইকেটে বেশি সাফল্য পেয়েছেন তারা। কিন্তু ধীরগতির উইকেটে বাংলাদেশীদের চেয়ে তাদের স্পিনারদের সাফল্যের মাত্রাটা কম।

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলামকে যুক্ত করে ভারতের বিপক্ষে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা করতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে একজন ব্যাটার বাদ দিতে হবে টাইগারদের।

প্রথম টেস্টে জসপ্রিত বুমরাহর ডেলিভারিতে ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব। এতে দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সাকিবের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কানপুরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে হাথুরুসিংহে বলেন, ‘আমি সাকিবকে নিয়ে কোনো অভিযোগ শুনিনি। দলের ফিজিও বা অন্য কারো কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। তাই সে খেলার জন্য প্রস্তুত।’

যদিও প্রথম টেস্টে স্বাভাবিকের চেয়েও কম বোলিং করেছেন সাকিব। এমনকি ব্যাট হাতেও ভালো কিছু করতে পারেননি। কানপুরে মিরপুরের মতো উইকেটে সাকিবের দলে থাকা বাংলাদেশকে আরো উৎসাহী করবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন