স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চান নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার দুবাই যাচ্ছে নারী ক্রিকেট দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অফিশিয়াল ফটোশুট করেছেন ক্রিকেটাররা। আরব আমিরাত রওনা হওয়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জানালেন, ৩ অক্টোবর স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চান তারা।

 

নিগার বলেন, ‘প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর যখন আমরা ছন্দ পাব, সেই ছন্দেই (হাসি)। সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।’

 

এ নিয়ে তিনি আরো বলেন, ‘আমি চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি। প্রতিটি ম্যাচের আগে যদি ওই দলের প্রতি বেশি মনোযোগ দিই ও আমরা যদি ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছি টি-টোয়েন্টিতে (তাদের দেশে)। তাদের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে। ইংল্যান্ডের সঙ্গে আমাদের বরাবরই শুধু বিশ্বকাপে দেখা হয় এবং খুব কম খেলা হয়। বলা যায় নতুন প্রতিপক্ষ, ওদের জন্যও কিন্তু কঠিন হতে পারে। শারজায় খেলা, আমাদের স্পিন ভালো (হাসি)। যেকোনো কিছুই হতে পারে।’

 

বড় মঞ্চে ভালো করার তাড়না নিয়ে নিগার বলেন, ‘বাকি যে মেয়েরা, বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় বা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে বড় কিছু করবে, তাদের জন্যও আমরা ভালো কিছু করতে চাই।’

 

নারী দলের লংকান হেড কোচ হাশান তিলকারত্নে বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। এই দলে সব উপকরণই আছে। অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে তাদের।’

 

স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটা নিগারের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এ নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা। ব্যক্তিগতভাবে ১০০তম ম্যাচ অবশ্যই বড় ব্যাপার। যদি সুস্থ থাকি ও খেলি, তাহলে লক্ষ্য তো এটাই থাকবে, এটা যেন স্পেশাল হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে সবার জন্য।’

 

স্কটল্যান্ড এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে। শুধু এই ম্যাচেই নয়, আরো কিছু ম্যাচ জিততে চান নিগার। তিনি বলেন, ‘যদি আমরা নিজেদের ক্রিকেটটা খেলতে পারি, তাহলে জয়ের আশা করা যেতে পারে অন্য দলের বিপক্ষেও।’

 

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন