ইসলামী ব্যাংকের সব ঋণ পর্যালোচনা করা হবে— গভর্নর

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

ইসলামী ব্যাংকের সব ঋণ পর্যালোচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এজন্য আমরা ইন্সপেকশন টিম গঠন করেছি। প্রথমে তিনটি ব্যাংক পরিদর্শন করা হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেমিনারে ব্যাংক খাতের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, কারা কোন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছে তা আমরা খতিয়ে দেখব। এসব প্রতিষ্ঠানের আদৌ অস্তিত্ব আছে কিনা তা দেখা হবে। কে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে তখন তো আমরা জানতে পারব। পরবর্তী ধাপে আমরা অ্যাসেট রিকভারি নিয়ে কাজ করব। এজন্য আমরা যুক্তরাষ্ট্রের এফবিআইসহ আন্তর্জাতিক কিছু লিগ্যাল ফার্মের সঙ্গেও কথা বলেছি।

মূলত পাঁচটি গন্তব্য নিয়ে আমরা কাজ করব। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। মার্কিন একজন বিশেষজ্ঞ এ প্রক্রিয়ায় আমাদেরকে গাইড করবে। আমরা বিশ্বব্যাংক এবং আইএমএফের সঙ্গেও কথা বলেছি। পরবর্তী ধাপে দেশের অভ্যন্তরীণ সম্পদ উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করব আমরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন