পঞ্চম দিন ৪ ওভারেই জয় তুলে নিল শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি

গল টেস্টে আজ পঞ্চম ও শেষ দিন সবার চোখ ছিল রাচিন রবীন্দ্রর ওপর। ৯১ রানে অপরাজিত থেকে আজ ফের ব্যাটিংয়ে নামা এই তারকা বাকি ২ উইকেট হাতে নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করাবেন, এই আশায় ছিল হয়তো কিউইরা। অতিথি দলটি তখনো জয় থেকে ৬৮ রান দূরে। কিন্তু পারেননি রাচিন। সকালে দ্বিতীয় ওভারেই প্রবথ জয়সুরিয়ার শিকার হয়ে সাজঘরে ফিরে যান। নিজের পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে বোল্ড করেন বামহাতি অর্থোডক্স স্পিনার প্রবথ। ২৭৫ রানের টার্গেটে ব্যাট করা নিউজিল্যান্ড ৭১.৪ ওভারে ২১১ রানে অলআউট। সর্বোচ্চ ৯২ রান করেন রাচিন। প্রবথ নেন ৫ উইকেট।

 

৬৩ রানের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে গলে।

 

প্রবথ জয়সুরিয়া ৬৮ রানে ৫ উইকেট শিকার করেন, আর ম্যাচে সব ২০৪ রানে নিয়েছেন ৯ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৩০৫ ও ৩০৯। নিউজিল্যান্ড: ৩৪০ ও ২১১। ফল: শ্রীলংকা ৬৩ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: প্রবথ জয়সুরিয়া (শ্রীলংকা)। সিরিজ: শ্রীলংকা ১-০তে এগিয়ে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন