রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বের অনেক দেশ রাশিয়ার বিভিন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার প্রভাব এখনো অব্যাহত। এ কারণে  গত মাসে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ। খবর বিজনেস রেকর্ডার। 

শুল্ক বিভাগ জানায়, গত মাসে রাশিয়া থেকে চীনের কয়লা আমদানি ১৩ শতাংশ কমেছে। এ সময় দেশটির মোট আমদানি পৌঁছেছে ৮৭ লাখ টনে, যা গত এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। 

এদিকে চলতি মাসের শুরুতে রাশিয়ার জ্বালানি মন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানে চীনে রাশিয়ার কয়লা রফতানি স্থিতিশীল রয়েছে। আপাতত বাড়তি রফতানির আশা করা হচ্ছে না। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ার রফতানি ১০ শতাংশ হ্রাস পেয়ে ৬ কোটি ৩১ লাখ  টনে পৌঁছেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন