আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বিশ্বে তামার শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। দেশটিতে দীর্ঘদিন নিম্নমুখী ছিল ধাতুটির চাহিদা। তবে সম্প্রতি তা আবার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া তামার মজুদও কমছে। এসব কারণে গতকাল বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হয়েছে তামার দাম। খবর বিজনেস রেকর্ডার। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৯ হাজার ৫২৪ ডলার ৫০ টনে। তবে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম কমেছে। অক্টোবরের সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৭৫ হাজার ৪৮০ ইউয়ানে (১০ হাজার ৭১২ ডলার ৯২ সেন্ট) নেমেছে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে। এরপর গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তামার দাম দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছিল। 

চীনে মৌসুমি চাহিদার কারণে তামার ব্যবহার বেড়ে গেছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে সরবরাহযোগ্য তামার মজুদ শুক্রবার আরো কমে ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টনে নেমেছে। এদিকে এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ২ হাজার ৪৬৮ ডলার ৫০ সেন্টে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন