জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ

বণিক বার্তা প্রতিনিধি, জয়পুরহাট

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এ ব্যাপারে গতকাল দুপুরে বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে বেড়া দেয়া যাবে না। বিএসএফ সেটি অমান্য করেছে বলে দাবি বিজিবির।

ধরঞ্জী ইউনিয়নের মেম্বার লাইজুর রহমান জানান, ঘটনাটি তারা প্রথমে বিজিবিকে জানান। 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যে অংশে বেড়া দেয়া হয়েছে সেটি তুলে নিয়ে যাবে বলে জানিয়েছে বিএসএফ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন