গাজীপুরে চলন্ত ট্রেনের পাঁচ বগি বিচ্ছিন্ন

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সংযোগ লক ভেঙে পাঁচ বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় সিডিউল বিপর্যয় বা কেউ হতাহত হননি। গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার লোহাগাছায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীপুর স্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ময়মনসিংহ-জয়দেবপুর রেল সড়কের লোহাগাছ নামক স্থানে ট্রেনের পেছনের পাঁচটি বগি আলাদা হয়ে যায়। এ সময় চালক ট্রেন থামিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পাওয়ার কারে থাকা ট্রেনের টেকনিশিয়ান দিয়ে মেরামতের পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ লাইনে অন্য ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয়ও হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন