জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এ ব্যাপারে গতকাল দুপুরে বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে বেড়া দেয়া যাবে না। বিএসএফ সেটি অমান্য করেছে বলে দাবি বিজিবির।

ধরঞ্জী ইউনিয়নের মেম্বার লাইজুর রহমান জানান, ঘটনাটি তারা প্রথমে বিজিবিকে জানান। 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যে অংশে বেড়া দেয়া হয়েছে সেটি তুলে নিয়ে যাবে বলে জানিয়েছে বিএসএফ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫