সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ছবি— বণিক বার্তা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আবদুল মোতালিব (১৪) হত্যা মামলায় তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেয়া হয়।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে আজ বেলা তিনটার পর কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে হাজতখানা থেকে এজলাস কক্ষে নেয়া হয়। পরে পুলিশ ও আসামি, উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন