আশুলিয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে কারখানাগুলোর কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোয় উৎপাদন ব্যাহত হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে কার্যক্রম। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হতে শুরু করে। আজ সোমবার ছুটির দিনেও প্রায় ১ হাজার ৪০০ পোশাক কারখানায় কার্যক্রম চলমান রয়েছে। সেখানে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম। 

খোঁজ নিয়ে জানা যায়, শিল্পপুলিশ-১-এর আওতাধীন মোট ১ হাজার ৮৬৩টি শিল্প-কলকারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ৪০০ কল-কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে, বাকিগুলোয় সরকারি ছুটি হওয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে। 

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ আশুলিয়া অঞ্চলের কিছু পোশাক কারখানা ছুটি রয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৮ (১) ধারায় বলা হয়েছে, প্রত্যেক শ্রমিক বছরে ১১ দিন উৎসব ছুটি প্রাপ্ত হবেন। 

শিল্পপুলিশ জানায়, এরই মধ্যে বলা চলে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। গত দুইদিনও এ অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা আজ বন্ধ রয়েছে।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ১ হাজার ৮৬৩ পোশাক কারখানা রয়েছে। তার মধ্যে ১ হাজার ৪০০টি পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন চলছে। বাকিগুলো সরকারি ছুটি অনুযায়ী বন্ধ রয়েছে। তবে সেগুলো সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন