বছরের প্রথমার্ধে স্থিতিশীল বৈশ্বিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা

অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন চলতি বছরের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় স্থিতিশীল ছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। প্রতিবেদনে বিশ্বের ৭১ দেশের ইস্পাত উৎপাদনের বিবরণী প্রকাশ করেছে সংস্থাটি। খবর আনাদোলু এজেন্সি, হেলেনিক শিপিং নিউজ। 

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল ৯৫ কোটি ৪৬ লাখ টন। তবে এ সময় বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীনের উৎপাদন কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি মোট ৫৩ কোটি ৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। 

অন্যদিকে চলতি বছরের প্রথমার্ধে ভারতের ইস্পাত উৎপাদন ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭ কোটি ৪২ লাখ টনে উন্নীত হয়েছে। একই সময়ে জাপানে উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ। উৎপাদন নেমেছে ৪ কোটি ২৭ লাখ টনে। যুক্তরাষ্ট্রের উৎপাদন ২ দশমিক ৪ শতাংশ কমে চার কোটি টনে নেমে এসেছে। 

উৎপাদন কমেছে রাশিয়ারও। চলতি বছরের প্রথমার্ধে দেশটির উৎপাদন আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ৩ কোটি ৬৮ লাখে নেমে আসে। 

বিশ্বের অষ্টম বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ তুরস্ক। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটির উৎপাদনে ১৬ দশমিক ৯ শতাংশ উল্লম্ফন দেখা গেছে। এতে তুরস্কের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৬ লাখ টনে। 

তবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদন স্থিতিশীল ছিল। তবে এর মধ্যে জুনে তা বেড়েছে। প্রতিবেদনে ওয়ার্ল্ড স্টিল জানায়, মাসটিতে বিশ্বের ৭১টি দেশ মোট ১৬ কোটি ১৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের জুনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। এর মধ্যে আফ্রিকায় গত জুনে ১৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কম। এ সময় এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের উৎপাদন দশমিক ৩ শতাংশ বেড়েছে। উৎপাদন পৌঁছেছে ১২ কোটি ৬ লাখ টনে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর উৎপাদন বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ। ইউরোপসহ অন্যান্য দেশ এ সময় মোট ৩৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি। 

মধ্যপ্রাচ্যে উৎপাদন ২ দশমিক ৭ শতাংশ কমেছে। উৎপাদন নেমেছে ৪৬ লাখ টনে। 

উত্তর আমেরিকা জুনে ৮৯ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম। রাশিয়াসহ অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ও ইউক্রেন জুনে ৭৪ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেশি। দক্ষিণ আমেরিকার ইস্পাত উৎপাদন ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৫ লাখ টনে পৌঁছেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন