এপ্রিল-মে মাসে ভারতের কয়লা আমদানি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ভারতের কয়লা আমদানি এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। 

ভারতীয় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এমজাঙ্কশন সার্ভিসেসের হিসাব অনুযায়ী, আগের অর্থবছরের এপ্রিল ও মে মাসে ভারত ৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছিল। 

তবে চলতি বছরের এপ্রিল-মে মাসে মোট আমদানি বাড়লেও মে মাসে আমদানি কমেছে। ওই মাসে কয়লা আমদানি ১ দশমিক ৪৩ শতাংশ কমে ২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টনে নেমে গেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার টন।  এমজাঙ্কশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভিনয় ভার্মা জানান, বর্ষা মৌসুমের শুরুতে ভারতীয় অভ্যন্তরীণ কয়লা উৎপাদন বেশি হতে পারে। ফলে আসন্ন সপ্তাহগুলোয় আমদানি চাহিদা কমার প্রবণতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন