হাইডেলবার্গের দর বেড়েছে ১৫.৭৫%

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৬৫ টাকা ৩০ পয়সা, আগের সপ্তাহে শেষে যা ছিল ২২৯ টাকা ২০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের বিক্রি হয়েছে ৪৮০ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ৫৬৭ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে ৪০০ কোটি ৭৯ লাখ টাকায়। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে উৎপাদন ব্যয় ছিল ৪৮১ কোটি ৭০ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮৫ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন