গ্র্যান্ড মাস্টারের অন্তিমযাত্রা

ক্রীড়া প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

কত শত রাজসিক চালে প্রতিপক্ষ খেলোয়াড়কে কিস্তিমাত বলেছেন জিয়াউর রহমান তার ইয়ত্তা নেই। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার দাবাড়ু এবার নিজেই হার মানলেন জীবনের কাছে। শুক্রবার খেলার সময় অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন ৫০ বছর বয়সী তারকা। সতীর্থ, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত জিয়াউরকে গতকাল মোহাম্মদপুরের তাজমহল রোডে বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে পাঁচজন গ্র্যান্ডমাস্টারের অন্যতম। ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ। পরের ৩৪ বছরে মাত্র চারজন গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছেন বাংলাদেশ, যার অন্যতম জিয়াউর। ২০০২ সালে গ্র্যান্ড মাস্টার খেতাব পান তিনি। এরপর ২০০৬ সালে রিফাত বিন সাত্তার, ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টার খেতাব পান। এই রাজীবের বিপক্ষে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন জিয়াউর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন