সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের খোদাবক্সের ছেলে।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামারুজ্জামান জানান, চরবর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সানোয়ার হোসেন নামে একজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১২ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন