ফাঁকা রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ হারাল স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মধ্য বাড্ডায় বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে শিপু দাস (১৫) নামে ওই শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে পড়ত বাড্ডা থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) মো. রাসেল তথ্য নিশ্চিত করেছেন স্বজনরা জানিয়েছে, ঈদের সময় ফাঁকা রাস্তায় সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল শিপু

মধ্য বাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে আজ মঙ্গলবার (১৮ জুন) বেলা পৌনে ৩টার দিকে দুর্ঘটনা ঘটে পরে স্বজনরা ওই স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

স্কুলছাত্র শিপুর মামা রিপন দাস হাসপাতালে জানান, বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্র ছিল শিপু পরিবারের সঙ্গে উত্তর বাড্ডা এলাকায় থাকত তার বাবার নাম সুশান্ত দাস তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার শেখপুরা গ্রামে

বাসা থেকে সাইকেল নিয়ে শিপু ঘুরতে বেরিয়েছিল জানিয়ে রিপন দাস বলেন, মধ্য বাড্ডায় এক রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় সে সময় তাকে একটি বাস চাপা দিলে গুরুতর আহত হয় পরে পুলিশের সহায়তায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানিয়েছেন, ঘাতক বাসটি ছিল আকাশ পরিবহনের তবে দুর্ঘটনার পর পরই বাসটি পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখে সেটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান বাড্ডা থানার এসআই মো. রাসেল

এদিকে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন