৭ চামড়া ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বণিক বার্তা ইলাস্ট্রেশন।

রাজধানীর সায়েন্সল্যাব ও জয়কালি মন্দির এলাকায় ৭ চামড়া ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় সোমবার (১৭ জুন) ও মঙ্গলবার এ জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় ৫ ব্যবসায়ীকে সোমবার ২১ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম। এ সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫ মামলা দায়ের করা হয়।

এদিকে মঙ্গলবার রাজধানীর জয়কালী মন্দির এলাকায় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এ জরিমানা করেন এবং তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন