ইতালিতে নৌকাডুবির দুই ঘটনায় ১১ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

দক্ষিণ ইতালির উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকাডুবিতে কমপক্ষে ১১ জন মারা গেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, এক ঘটনায় ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি।

জার্মান দাতব্য সংস্থা রেসকিউ শিপ জানিয়েছে, গতকাল সোমবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছে কাঠের তৈরি ডুবন্ত নৌকার ডেকে নিচে ১০টি মৃতদেহ পাওয়া গেছে। এ সময় নৌকার ৫১ যাত্রীকে উদ্ধার করা হয়।

একই দিনে পৃথক আরেক ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে ২৬ শিশু। খবরটি জানিয়েছে মেডিসিনস সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) ।

জাতিসংঘ জানিয়েছে, এ নৌকাগুলোয় লিবিয়া ও তুরস্ক থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা ছিলেন।

ল্যাম্পেডুসার কাছে জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএন শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। সেখানে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক ছিলেন।

অন্য জাহাজটি দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়ার উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে ছিল। উপকূলরক্ষীরা জানিয়েছে, জীবিত ১২ জনের মধ্যে একজন পরে মারা যান।

বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন রুট হিসেবে ভূমধ্যসাগর। জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে এ রুটে ২৩ হাজার ৫০০ জনের অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন