চার দিনে বঙ্গবন্ধু সেতু পাড়ি দিল পৌনে দুই লাখ গাড়ি

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কপথে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কটিতে কী পরিমাণ যানবাহন চলাচল করে, তার একটা ধারণা পাওয়া যায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজার তথ্যে। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, গত ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চার দিনে বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৩৯টি যানবাহন। এসব যানবাহন থেকে সাড়ে ১৩ কোটি টাকার বেশি টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ জুন বঙ্গবন্ধু সেতু পারাপার হয় ৩০ হাজার ৮৩৪টি যানবাহন। ওইদিন টোল আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা। ১৩ জুন পারাপার হয় ৪০ হাজার ৯০৬টি যানবাহন। টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকা। এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি যানবাহন বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়েছে ১৪ জুন। ওইদিন পারাপার হয় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন। টোল আদায় হয় ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা। আর গত ১৫ জুন ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন