সংগীত, চলচ্চিত্র ও তরুণ পেশাজীবীদের নিয়ে নির্ঝরের ‘নয় বছরের বড়’

সুমন দে

অনুষ্ঠানে এনামুল করিম নির্ঝর ছবি: ইস্টিশন কমিউনিকেশন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে স্থাপত্য, চলচ্চিত্র, সংগীত ও অন্যান্য সৃজনশীল-সামাজিক উদ্যোগের ধারাবাহিক প্রক্রিয়ায় ‘নয় বছরের বড়’ প্রকল্পের কাজ এবং গানশালার মৌলিক বাংলা গান নির্মাণ প্রকল্প ‘যেটা আমাদের নিজের মতোন’-এর ৫০-র বেশি শিল্পীর গাওয়া ৬৩টি গানের নয়টি অ্যালবামের সংকলন প্রকাশ হলো ৮ জুন। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এক অনুষ্ঠানে CSR-ISR প্রক্রিয়ায় EKNC-এর মূল উদ্যোক্তা এনামুল করিম নির্ঝর উপস্থিত থেকে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। 

ঢাকা শহরে এসে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয় দিয়ে শুরু করে এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে পেশাচর্চায় শক্ত প্রতিজ্ঞা ছিল উপার্জনের শুদ্ধতা। আমি বিশ্বাস করি, একজন সৃজনশীল পেশাজীবীর উপার্জন ও অর্জন নৈতিকতা বর্জিত হলে কখনই আত্মমর্যাদার ভিত গড়ে উঠতে পারে না। স্থাপত্যের পাশাপাশি শিল্প-সংস্কৃতির অন্যান্য শাখার প্রতি আমার আগ্রহ ও কৌতূহলের মূল কারণ, সামাজিক সাংস্কৃতিক দায়িত্ববোধ। তাই নিজের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের কাছে পৌঁছে দিতে শুরু করেছে নয় বছরের বড় প্রক্রিয়া।’ 

আগ্রহী দল গড়ে তোলার মাধ্যমে সৃজনশীল দক্ষতা, মেধাশক্তি, উপার্জন ও সম্পদের অংশ পুঁজি করে স্থাপত্য, চলচ্চিত্র, সংগীত, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সৃজনশীল উদ্যোগ নিয়ে তরুণ পেশাজীবীদের সঙ্গে যৌথ কর্মকাণ্ড ‘নয় বছরের বড়’ প্রক্রিয়াটির কার্যক্রম নিয়ে নির্ঝর আরো বলেন, ‘এটা নিয়ে আমি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। এ প্রকল্পে উদ্ভাবনী ধারণার স্থাপত্য, নয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, গণমানুষের চিকিৎসাসেবার জন্য “‍আমাদের হাসপাতাল” প্রতিষ্ঠা করা যেখানে তরুণ পেশাজীবীরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সমৃদ্ধ করে যৌথ মালিকানার প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হবে। যারা সবচেয়ে গুরুত্ব দেবে তাদের আদর্শিক অবস্থান ও দায়বদ্ধতাকে। এছাড়া গানশালার মাধ্যমে ৫০-এর বেশি শিল্পীর গাওয়া ৬৩টি গানের নয়টি অ্যালবামের সংকলন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। যার উদ্দেশ্য মৌলিক গান নির্মাণচর্চা এবং সেই সঙ্গে শিল্পী, সংগীতায়োজক, যন্ত্র, শব্দ, দৃশ্য শিল্পী এবং অন্যান্য সংশ্লিষ্টদের একাত্ম করে নিয়মিত উপার্জনের উপায় বের করা।’

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘এনামুল করিম নির্ঝরের সৃষ্টি বহুমাত্রিক। একজন মানবিক মানুষ হিসেবে তার এ উদ্যোগ প্রশংসনীয়। নির্ঝরের লেখা ও সুরারোপিত এবং শিল্পীর কণ্ঠে গানগুলোয় উঠে এসেছে সময়ের কথা।’

সীমিত সাধ্যের মধ্যে নিজের সৃজনশীল সত্ত্বাকে সম্পূর্ণ স্বাধীন রেখে সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের সম্মিলিত শক্তিকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করার বিষয়টি উল্লেখ করে তিনি সব স্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেন। সিটি গ্রুপের Corporate Social Responsibility (CSR)-সহায়তায় এবং গানশালার Intellectual Social Responsibility-র মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রকাশিতব্য গানগুলোর অংশবিশেষ প্রদর্শন করার পাশাপাশি অ্যালবামে যেসব শিল্পী গান গেয়েছেন, তাদেরকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন