থ্রম্বোসিস

চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া

ফিচার ডেস্ক

ছবি : সংগৃহীত

যারা অ্যান্টিকোয়াগুলেশন ওষুধ গ্রহণ করেন তাদের অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি থাকে। এ সমস্যার লক্ষণ হচ্ছে:

  •  গুরুতর বা অত্যধিক ক্ষত
  •  মাড়ি রক্তপাত
  •  দীর্ঘক্ষণ বা ঘন ঘন নাক দিয়ে রক্ত ​​পড়া
  •  কাশি বা রক্ত ​বমি হওয়া
  •  পিরিয়ডে রক্তপাত বেশি হওয়া

অ্যান্টিকোয়াগুল্যান্ট গ্রহণকারীদের মধ্যে রক্তপাতের জটিলতার ঝুঁকি যাদের বেশি থাকে তারা হলো—৬৫ বছরের বেশি যাদের বয়স, যকৃৎ বা কিডনি ব্যর্থতা ও ক্যান্সার আক্রান্ত  যারা। 

যারা অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ গ্রহণ করেন তাদের জরুরি চিকিৎসা গ্রহণ করা উচিত, যদি তাদের নিম্নলিখিত কোনো কারণ দেখা দেয়:

  •   কোনো বড় ধরনের আঘাত পেলে 
  •   মাথায় আঘাত
  •  রক্তপাত বন্ধ না হওয়া

প্রতিরোধ: থ্রম্বোসিস প্রতিরোধ করা সবসময় সম্ভব নয়। তবে একজন ব্যক্তি যিনি জানেন যে তার রক্ত ​​জমাট বাঁধার ঝুঁকি রয়েছে তিনি এ ঝুঁকি কমাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন।

ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মধ্যে প্রতিরোধ

ডিভিটি (ডিপ ভেইন থ্রম্বোসিস) ঝুঁকিতে থাকা ব্যক্তিরা সাধারণত রক্ত ​​জমাট বাঁধা প্রতিরোধে সহায়তা করার জন্য অ্যান্টিকোয়াগুলেশন ওষুধ সেবন করেন। তারা এমন ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন, যা রক্ত​​​​প্রবাহকে উন্নত করে, যেমন কম্প্রেশন স্টকিংস বা বিরতিহীন বায়ুসংক্রান্ত কম্প্রেশন ডিভাইসের ব্যবহার।

সূত্র: মেডিকেল নিউজ টুডে 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন