রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

নিজস্ব প্রতিবেদক

ছবি: রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন।  স্থানীয় সময় রোববার রাতে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফায় হামাসের একটি কম্পাউন্ডে আঘাত হেনেছে।  সেখানে আঘাত হানতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে। হামলায় হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহতের দাবি করেছে আইডিএফ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন