তুফানের গান নিয়ে সমালোচনা

ছবি: চরকি

মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘তুফান’-এর একটি গানের টিজার। গানের নাম ‘লাগে উরাধুরা’। আইটেম সং ধারার গানটিতে দেখা গেছে মিমি চক্রবর্তী, শাকিব খান ও প্রীতম হাসানকে। গানের সংগীত করেছেন প্রীতম। তবে এর সুর ‘বান্ধবী ললিতা’ গানের সঙ্গে মিলে যায়। এ নিয়ে চলছে নানা সমালোচনা। গানের পক্ষে-বিপক্ষে অনেকেই লিখছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তুফান নির্মাতারা এখনো কিছু বলেননি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন