ঈদে ওটিটিতে থাকছে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

এ প্রজন্মের দর্শকের পছন্দের জায়গা ওটিটি প্লাটফর্ম। তাই ঈদ সামনে রেখে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলো নিয়ে এসেছে নানা আয়োজন। চরকি, দীপ্ত প্লে, বঙ্গ, আইস্ক্রিনে থাকছে অ্যাকশন, থ্রিলার, মার্ডার—ভিন্ন গল্পে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ।

চরকিতে থাকছে তাহসান-মিথিলা-অর্ষা-মিম মানতাসা অভিনীত আরিফুর রহমানের অরিজিনাল সিরিজ ‘বাজি’। 

দীপ্ত প্লেতে সঞ্জয় সমাদ্দারের ওয়েব চলচ্চিত্র ‘পয়জন। অভিনয় করেছেন তানজিন তিশা, তানভীর হুরায়রা, টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। 

শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের চতুর্থ কিস্তি নিয়ে হাজির হয়েছেন কাজল আরেফিন অমি। সিরিজটি এবার বঙ্গতে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। অভিনয়ে ইরেশ যাকের, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, নীলাঞ্জনা নীলা প্রমুখ। 

হইচইয়ে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে আরো অভিনয় করেছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শার্লিন ফারজানা, নাফিজ, রাশেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন