ভারতে আগামী ৫-১০ বছরে দস্তার চাহিদা দ্বিগুণ বাড়ার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতে আগামী ৫-১০ বছরে দস্তার চাহিদা বেড়ে দ্বিগুণ হতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল জিঙ্ক অ্যাসোসিয়েশন। দেশটির অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ এবং ইস্পাত শিল্পের প্রসারের কারণে দস্তার চাহিদা বাড়তে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। খবর বিজনেস লাইন।

ইন্টারন্যাশনাল জিঙ্ক অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, ভারতে বর্তমানে পরিশোধিত ও অপরিশোধিত দস্তার চাহিদা বছরে ৮০০ থেকে ১ হাজার টন। এ বিষয়ে সংস্থাটির গ্লোবাল ডিরেক্টর মার্টিন ভন লিউয়েন প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘‌প্রতিটি অবকাঠামোগত উন্নয়ন খাতে ইস্পাতের চাহিদা লক্ষণীয় মাত্রায় বাড়ছে। এ কারণে ৫-১০ বছরে ভারতে দস্তার চাহিদা বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।’

তবে আগামী বছরগুলোয় চাহিদা বাড়ার পূর্বাভাস থাকলেও বর্তমানে দস্তা ব্যবহারে অন্য দেশ থেকে পিছিয়ে ভারত। দেশটিতে দস্তার ব্যবহার মাথাপিছু প্রায় আধা কেজি বলে জানিয়েছেন ভন লিউয়েন। 

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক। সম্প্রতি দেশটিতে এ ধাতব পণ্যটির উৎপাদন আগের তুলনায় বেড়েছে। ইস্পাতকে ক্ষয় থেকে বাঁচাতে গ্যালভানাইজিং পদ্ধতিতে দস্তার প্রলেপ দেয়ার প্রয়োজন হয়। এ কারণেই দেশটিতে দস্তার চাহিদা বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন