ঈদের দিন তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার দিন দেশের তিন বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ জুন) দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

অন্যদিকে ঈদের দিন বৃষ্টি হতে পারে ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়। খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।

রোববার (১৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বধির্তাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন