আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ২ হাজার ৩৪০ ডলার ৯৫ সেন্টে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ ডলার ১০ সেন্টে।

এর আগে গত সোমবার বুলিয়নের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত তা ৫ শতাংশ কমেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ৩০ ডলার ৫৩ সেন্টে। এর আগে সোমবার স্পট আন্তর্জাতিক বাজারে রুপার দাম বেড়ে ১১ বছরের সর্বোচ্চে পৌঁছে গিয়েছিল।

গতকাল স্পট মার্কেটে প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি কেনাবেচা হয়েছে ১ হাজার ২৩ ডলার ২০ সেন্টে। প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ৯৭১ ডলার ৫ সেন্টে দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন