টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজ সামনে রেখে আজ রোববার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

 

২১, ২৩ ও ২৫ জুন এই মাঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটা উভয় দলই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেবে।

 

১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। ৮ জুন ডালাসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।  

 

এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মোট নয়টি ভেন্যুতে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন