ভারতের সরকারি গুদামে গমের মজুদ তলানিতে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ভারতের সরকারি গুদামে চলতি মাসে গমের মজুদ ১৬ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। এক বছরের ব্যবধানে ১ মে এ পণ্যের মজুদ কমেছে ১০ দশমিক ৩ শতাংশ, যা ২০০৮ সালের পর সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। 

দুই বছরে ভারতে গম উৎপাদন কম হয়েছে। তাই এ পণ্যের বাজারদর ঠিক রাখতে সরকারি গুদাম থেকে অভ্যন্তরীণ সরবরাহ বাড়িয়েছে ভারত সরকার। এমনকি দেশের ময়দা ও বিস্কুট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকেও সরকারি গুদাম থেকে গম সরবরাহ করা হয়েছে। ফলে সরকারি গুদামে গমের মজুদ কমেছে।

রাষ্ট্রায়ত্ত ফুড করপোরেশন অব ইন্ডিয়া জানায়, গত বছরের মে মাসে ভারতে গমের মজুদ ছিল ২ কোটি ৯০ লাখ টন। এক বছরের ব্যবধানে তা কমে ২ কোটি ৬০ লাখ টন হয়েছে।

ফুড করপোরেশন অব ইন্ডিয়া বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে গত বছর গম বিক্রি শুরু করে। এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে এক কোটি টনেরও কিছু বেশি গম বিক্রি করেছে, যা রেকর্ড সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন