সুপারম্যানের গল্পটা নিজের মতো বলতে চান জেমস গান

ফিচার ডেস্ক

জেমস গান ছবি: ওয়ার্নার ব্রোস

সুপারম্যান নিয়ে নতুন করে ফিরছেন জেমস গান। এটা পুরনো খবর। এ সিনেমায় হেনরি ক্যাভিলের বাদ পড়া নিয়ে নানা ধরনের কথা এখনো হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ‘ফ্যান থিওরি’ আছে। তার মধ্যে একটি বলে, ২০২১ সালেই গান জানতেন তিনি ডিসিতে বড় দায়িত্ব পাবেন। ক্যাভিলকে বাদ দেয়ার কথা তিনি তখনই ভেবেছিলেন। এ নিয়ে অভিনেতা নাথান ফিলিয়নের বলা কিছু কথা আরো স্পষ্ট ধারণা দেয়। তিনি জানাচ্ছেন, সুইসাইড স্কোয়াড প্রমোট করার সময়ই তিনি জানিয়েছিলেন সিনেমা নিয়ে নতুন পরিকল্পনার কথা। 

২০২২ সালে ডিসি স্টুডিওজ গানকে স্টুডিওর প্রধান নিযুক্ত করেন। সে হিসেবে গানের জানার কথা না বা ক্যাভিলকে বাদ দেয়ার মতোও কোনো বিষয় থাকে না। কিন্তু এ নিয়ে ফিলিয়েন বলেন, ‘তখন গান ‘‘সুইসাইড স্কোয়াড’’-এর প্রচারণা করছিলেন। তিনি ছিলেন বড় একটা ভিড়ের মধ্যে। আমরা কথা বলার মতোও জায়গা পাচ্ছিলাম না। সে সময় তিনি আমাকে বলেছিলেন, ‘‘আমি এরপর কী করব জান? পরের সুপারম্যান সিনেমায় তুমি গাই গার্ডনার হচ্ছো।’’ মানে তিনি সে সময়ই সুপারম্যান নিয়ে ভাবছিলেন।’

এ থেকে ভক্ত দর্শকরা মনে করেন গান আসলে ২০২১ সালেই জানতেন যে তিনি ডিসির বস হতে যাচ্ছেন। আর সেখানে নতুন করে সুপারম্যান বানাবেন। সে কারণে একজন বলছেন, ‘গান আসলে অনেক আগেই সব পরিকল্পনা করে রেখেছিলেন। তিনি জানতেন, ওয়ার্নার ব্রোস তাকে নেবে আর তিনি সুপারম্যান বানাবেন।’

কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করেছেন গান। তিনি বলেন, ‘আমি বুঝি না আপনারা বিষয়গুলো কেমন করে মেলাচ্ছেন। আমি নিজেই জানতাম না ডিসিতে যাব। মূলত পিটার যখন ঠিক করল সে দায়িত্ব নেবে, তখনই আমি সিদ্ধান্ত নিই। তখন কি আমি আদৌ জানতাম, কী হবে।’

ক্যাভিলকে সুপারম্যান থেকে বাদ দেয়ার বিষয়টি ভক্ত তো বটেই, অনেক সিনেমাপ্রেমীও মানতে পারেনি। তাদের এ কারণে ক্ষোভ আছে জেমস গানের ওপর। নানা সময়ই নতুন সুপারম্যান নিয়ে মন্তব্য করেন তারা। কিন্তু গানের কথা হচ্ছে, ‘আমি কাউকে বাদ দেয়ার চিন্তা করিনি, কিন্তু প্রথম থেকেই চিন্তা ছিল সুপারম্যান যদি কখনো নির্মাণ করি, গল্পটা নতুন করে বলব।’

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন